Greetings and congratulations


ক্রমিক নং-58

Greetings and congratulations

প্রকাশের তারিখ : May 9, 2023 Download

ঢাকা নার্সিং কলেজ, ঢাকার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO), এর ১৪ তম কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সভাপতি, রাকিবুল হোসেন রাকিব (Rakibul Hossen Rakib) ও  সাধারণ সম্পাদক,  আরমিনা হক  (Armina Haque) সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে নার্সিং শিক্ষা, সংগঠন ও পেশার প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতা, সামাজিক নীতি ও পরিকল্পনা, সমাজকর্ম এবং নিজেদের প্রখর মেধা ও মনন  ও ঐতিহ্যকে সামনে রেখে এগিয়ে যাবে ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অর্গানাইজেশন । যা  আপনাদের প্রাণের সংগঠন হিসেবে পরিচিত । SWO পরিবারের সকলের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা ও শুভকামনা ।  শুভ হোক আপনাদের আগামী দিন এবং আগামী দিনের পথ চলা ।