Protest Letter
ক্রমিক নং-57
Protest Letter
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, নার্সিং শিক্ষা শাখার, স্মারক নং 59.00.0000.143.27.02.2019 (অংশ-১)৯১, তারিখঃ০২/০৫/২০২৩ খ্রি প্রজ্ঞাপন মূলে লক্ষ্য করা যায় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি (S.S.C) পাসের পর ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি সম্পন্নকারীদের শুধু মাত্র ছয় (০৬) মাসের ক্লিনিক্যাল প্রাক্টিস সম্পূর্ণ করে, এইচএসসি (H.S.C) পাশের পর তিন (০৩) বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সমতুল্য করা মোটেও যুক্তিক নয় । এর ফলে নার্স বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা করার উদ্দেশ্যে সাধারন নার্সদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার একটি দুরভিসন্ধিমূলক কাজ । এই ধরণের কর্মকান্ডকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে এই ধরনের পক্ষপাতমূলক প্রজ্ঞাপন বাতিল করে নার্সিং সমাজে স্থবিরতা ফিরিয়ে নিয়ে আসবেন এবং এই প্রজ্ঞাপনের ফলে দেশের সকল সরকারি ও বেসরকারি নার্সদের মধ্যে যে ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিবারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।