Released from prison
ক্রমিক নং-0
Released from prison
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন - (বিএনএ) এর সাবেক সংগ্রামী মহাসচিব জনাব ইসরাইল আলী সাদেক, সিনিয়র স্টাফ নার্স, সিলেট এম.এ.জি. ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট একটি মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘদিন যাবত কারা বন্দী ছিলেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন - (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিক উক্ত বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খোঁজখবর নেন এবং প্রতিবাদ জানায়। পরবর্তীতে, বিএনএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুরোধে সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার জনাব হোসাইন আহমদ শিপন, মহোদয়, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ফলশ্রুতিতে ১৬ই ডিসেম্বর ২০২৪, রোজ সোমবার, সকাল ০৮:০০ ঘটিকায় ‘‘সিলেট কেন্দ্রীয় কারাগার’’ থেকে ইসরাইল আলী সাদেক জামিনে মুক্তি লাভ করেন। আমরা বিশ্বাস করি এই মিথ্যা ও বানোয়াট মামলা থেকে তিনি পরবর্তীতে বেকসুর খালাস পাবেন।
Bangladesh Nurses Association - (BNA) former Secretary General Mr. Israel Ali Sadek, Senior Staff Nurse, Sylhet M.A.G. Osmani Medical College Hospital, Sylhet was imprisoned for a long time in a false and fabricated case. Bangladesh Nurses Association - (BNA) Central Executive Council immediately inquired about the matter through the local leaders and protested. Later, at the request of BNA, Central Executive Council, the Legal Advisor of the organization Mr. Hossain Ahmed Shipon, Advocate Bangladesh Supreme Court, completed a long legal process and as a result, Israel Ali Sadek was released on bail from the “Sylhet Central Jail” on 16th December 2024, Monday, at 08:00 AM. We believe that he will be acquitted of this false and fabricated case later.
Bangladesh Nurses Association - (BNA) Central Executive Council is always sincere and determined to ensure the health services of the people by maintaining a safe workplace and working environment for all its members.